সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ লাউঞ্জে পকেটে থাকা লিথিয়াম পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে আগুন ধরার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। এই অপ্রত্যাশিত ঘটনাটি ফের বিমানে বহন করা পাওয়ার ব্যাংকগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।
বৃহস্পতিবার সকালে কান্তাস বিজনেস লাউঞ্জে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পকেটে থাকা পাওয়ার ব্যাংকটি হঠাৎ করে জ্বলে ওঠে। ফলে মুহূর্তের মধ্যে পুরো লাউঞ্জ ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত হয়ে প্রায় ১৫০ জন যাত্রীকে দ্রুত লাউঞ্জ থেকে সরিয়ে নিতে হয়।
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, বিস্ফোরণের সময় নাকি ব্যাটারির অ্যাসিড সবদিকে ছিটে যাচ্ছিল। লাউঞ্জের কর্মীরা দ্রুততার সঙ্গে দগ্ধ মানুষটিকে একটি শাওয়ারের নিচে নিয়ে যান। পরে প্যারামেডিকরা এসে তার প্রাথমিক চিকিৎসা করেন। এই ঘটনায় তাঁর পা ও আঙুলে বেশ ক্ষত হয়েছে। স্থিতিশীল অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
কান্তাসের একজন মুখপাত্র জানিয়েছেন, লাউঞ্জটি দু’ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ফের খুলে দেওয়া হয়।
এদিকে, অস্ট্রেলিয়ান চলচ্চিত্র প্রযোজক লিয়েন টংকেস ঘটনার সময় লাউঞ্জে উপস্থিত ছিলেন। তিনি বিস্ফোরণের ঠিক পরের মুহূর্তের পুড়ে পাওয়ার ব্যাংকটির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, আশা করি যিনি এটি ধরে আগুনে দগ্ধ হলেন, তিনি এখন ভালো আছেন। তিনি কর্মীদের দ্রুত পদক্ষেপ এবং অন্য একজন যাত্রীর সাহায্যে এগিয়ে আসারও প্রশংসা করেন।
এই ঘটনার পর কান্তাস কর্তৃপক্ষ এখন যাত্রীদের লিথিয়াম ব্যাটারি, যার মধ্যে পোর্টেবল পাওয়ার ব্যাংক বহনের নীতি পুনর্বিবেচনা করছে এবং দ্রুতই নতুন নিয়ম জারি হতে পারে।
ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা, যেমন এমিরেটস, ক্যাথে প্যাসিফিক, চায়না এয়ারলাইন্স, কোরিয়ান এয়ার এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইটের সময় পাওয়ার ব্যাংক ব্যবহার করা বা চার্জ দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে।
সাধারণত, সমস্ত এয়ারলাইন্স যাত্রীদের পাওয়ার ব্যাংক চেক-ইন লাগেজে না রেখে সঙ্গে (ক্যারি-অন ব্যাগেজে) রাখার পরামর্শ দেয়। পাশাপাশি, উড়ানের সময় তা হাতের কাছে যেমন— সিট পকেটে বা সামনের সিটের নিচে রাখা ব্যাগে, রাখতে বলা হয়। এর প্রধান কারণ, ব্যাটারিতে আগুন লাগলে কেবিনে তা দ্রুত নেভানো সম্ভব হয়, কিন্তু কার্গো হোল্ডে তা কঠিন।
উল্লেখ্য, গত জুলাই মাসে সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটে ওভারহেড লকারে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগে গিয়েছিল। এমনকি, চলতি বছর জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ার ঘটনাতেও পাওয়ার ব্যাংক-ই সম্ভাব্য কারণ ছিল। সূত্র: বিবিসি







