ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এতথ্য জানা যায়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বলা হয়, সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সশরীরে ক্লাস শুরু হবে। মানা হবে বিভাগীয় রুটিন। চলমান সব বিভাগের পরীক্ষা যথারীতি চালু থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানানোর পর এবিষয়ে সিদ্ধান্ত নেয় ডিআইইউ।