মূলঃ আমেরিকান লেখক ও সাংবাদিক মিচ এলবম (Mitch Albom)
ছবিঃ অন্তর্জাল প্রতীকী ( লাইট অফ দ্য ফরেস্ট, শিল্পী – নরেশ প্যাটেল)
“সময় গণনা ছাড়া আপনি কি কোনো জীবনের কল্পনা করতে পারেন?
সম্ভবত না। কারণ আপনি মাস, বছর, এমনকি সপ্তাহের দিনটা পর্যন্ত জানেন। এছাড়াও আপনার বাসার দেয়ালে অথবা গাড়ির ড্যাশবোর্ডে ঘড়ি আছে। আপনার একটি শিডিউল আছে, একটি ক্যালেন্ডার আছে, ডিনার বা মুভির জন্যে সময় নির্ধারিত আছে।
এই সবকিছুর পরেও আপনার সময় গণনা ভুল হয়ে যায়….
অথচ পাখিরা কখনো বিলম্বে পৌঁছায় না।
কুকুর কখনো ঘড়ি দেখে না।
একটা হরিণ কখনোই জন্মদিন চলে যাওয়া নিয়ে বিরক্ত হয় না।
শুধু মানুষেরাই সময়ের পরিমাপ করে। কেবল তারাই ঘণ্টার সাথে মানিয়ে চলে।
একারণেই পৃথিবীতে একমাত্র মানুষই অসাড় করা ভয়ে ভোগে, যা অন্যকোনো প্রাণিকে সহ্য করতে হয় না। এই ভয় হলো সময় চলে যাওয়ার ভয়।”
সূএ :ডেইলি-বাংলাদেশ