রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস থাকবে না। গ্যাস পাইপলাইনে প্রতিস্থাপনের কাজের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্রাহকরা গ্যাস পাবেন না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস বন্ধ থাকবে- হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ ও ইন্দিরা রোড।
এছাড়াও আশেপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহের চাপ কম থাকতে পারে বলেও তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।