ছবি সংগৃহীত
কাপ্তান বাজার থেকে ৫ কেজি ৪৯০ গ্রাম বিদেশি রূপাসহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।
আজ (৩১ মার্চ) ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- উজ্জল চন্দ্র সরকার।
ওসি মো. মোস্তাজিরুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে কাপ্তান বাজার এরশাদ মার্কেটের সামনে এক চোরাচালানকারী বিদেশি রূপা বিক্রির জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওয়ারী থানার একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উজ্জলকে রূপাসহ গ্রেফতার করা হয়ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত উজ্জলের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা দায়ের হয়।