ফাইল ফটো
সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার রাতে ছাতক থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে এই ঘটনা ঘটে। নিহত লায়েক মিয়া (৪৭) ছাতক পৌর শহরের মণ্ডলিভোগ আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ছাতকে পৌর যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লায়েকের সঙ্গে একই এলাকার অপর যুবলীগ কর্মী শিপলুর বিরোধ চলছিল। এর জেরে রাত সোয়া ৯টার দিকে গণেশপুর খেয়াঘাটে লায়েকের বুকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যান শিপলু। রাত সাড়ে ১০টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মঈনুল জাকির বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লায়েক নামের একজন নিহত হয়েছেন। অভিযুক্ত শিপলুকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরো বলেন, ঘটনার পর শহরের পরিস্থিতি উত্তপ্ত হওয়ে ওঠে। কিন্তু পুলিশের হস্তক্ষেপ অপ্রীতিকর কিছু ঘটেনি।