ফাইল ছবি
চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ মঞ্জুরা আক্তার জলি (২৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন।
আটক মঞ্জুরা আক্তার জলি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুশালপুর গ্রামের মুনজিল তরফদারের মেয়ে।
ওসি আব্দুল খালেক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। এসময় এ এলাকার আশতলাপাড়ার মেসার্স হাজী নাজির আহম্মেদ ট্রেডার্স রড সিমেন্ট এর দোকানের সামনে থেকে মঞ্জুরা আক্তার জলিকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।