অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ খলিল জিবরান (গ্রন্থ- দ্য প্রফেট)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“তারপর একজন বিদ্বান বলল, কথা নিয়ে বলুন। এবং তিনি এই বলে উত্তর দিলেনঃ
তুমি কথা বলো তখনই, যখন তুমি তোমার চিন্তাগুলো নিয়ে শান্তিতে থাকো না;
এবং তোমার হৃদয়ের নির্জনতার ভেতরে বাস করতে পারো না।
তখনই তুমি তোমার ওষ্ঠের ওপরে বাস করতে শুরু করো।আসলে কথারা তোমার গতিপরিবর্তন ও আনন্দ ছাড়া আর কিছুকেই প্রকাশ করে না। এবং তোমার বেশিরভাগ ভাবনাই কথার মধ্যে অর্ধমৃত হয়ে পড়ে।
কারণ, ভাবনা হলো একটা আকাশের পাখি, যে শব্দের খাঁচায় পাখা খুলতে পারলেও উড়তে পারে না।”
সূএ:ডেইলি-বাংলাদেশ