ফাইল ছবি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের প্রায় সব খাতেই সরকার দৃশ্যমান উন্নয়ন করেছে। এছাড়া করোনা মহামারির মধ্যেও আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে। এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন। কিন্তু দেশের অগ্রগতি বিএনপির পছন্দ নয়। তাই তারা ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘নারীর ক্ষমতায়ন: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ।
তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। ইউরোপের দেশগুলো করোনার টিকা দিতে পারেনি। এই পরিস্থিতির মধ্যেও শেখ হাসিনা দেশের মানুষকে আর্থিক সহায়তা-অনুদান দিয়েছেন। সারাদেশের মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হচ্ছে। এতকিছুর পরও বিএনপি এই সরকারের নামে গুজব-মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
নারীর ক্ষমতায়ন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায়ন নয়, সামাজিক ক্ষেত্রেও নারীর ক্ষমতায়ন করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বর্তমান সরকারের শাসনামলে নারীর যত উন্নয়ন হয়েছে তা কেউ আগে কল্পনাও করেনি। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনার সরকারের হাত ধরে দেশে ২২ প্রকার ভাতা চালু করা হয়েছে।