মুন্সীগঞ্জে শান্তিপূর্ণভাবে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৩ মার্চ) টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে চলছে ভোটগ্রহন।
ইউনিয়নটিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থীসহ এবার রেকর্ড ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য ১০ জন ও পুরুষ ওয়ার্ডে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রায় ১২ হাজার ৪০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৬ হাজার ৯১১ জন ও পুরুষ ৬ হাজার ৪৮৭ জন।
রির্টানিং অফিসার এম কে আহম্মেদ বলেন, ব্যাপক নিরাপত্তার মধ্যেদিয়ে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৯টি ভোটকেন্দ্রে প্রায় ১২ হাজার ৪০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সূএ: বাংলাদেশ প্রতিদিন