সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় ১৭২ গ্রাম হেরোইনসহ শরীফুল ইসলাম মোহন (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার সলঙ্গা থানার চড়িয়া কান্দাপাড়ার রুবাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শরীফুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার চড়ভয়রা গ্রামে।
মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার চড়িয়া কান্দাপাড়ার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ট-১৩-১৩৬৪)।
তিনি আরো জানান, এ ঘটনায় সলঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।,