তোমার হাসিতে সতেজ আমি

ছবি : সংগৃহীত
জোবায়ের আহমেদ নবীন
পদ্মঝিলে ভাসমান শৈবাল আর শামুকের
ধীর গতির রহস্য আমি জানি না,
আমি জানি না, কেন মানুষের হৃদয়
বারংবার মেঘাচ্ছন্ন হয়।
রোদেলা দুপুরে বিনম্র মানুষের গাঢ় নীল দুঃখগুলো
প্রফুল্ল তারার মত, কেন জ্বল জ্বল করে তাও আমি জানি না,
আমি জানি না, প্রাচীন কূপের মাঝে জলপতনের ধ্বনিগুলো
কেন এতটা সজীব………….. প্রানবন্ত।
মানুষের পোষা দুঃখগুলো হৃদয়ের ধূলায় যখন গড়াগড়ি খায়, অবাঞ্ছিত অভিলাষে চাহিদার পাপড়ি গুলো
তখন ডানা মেলতে শুরু করে।
চুপচাপ সন্ধ্যা বেলা বৃষ্টি মাথায় নিয়ে মেঠো পথে
হেটে চলা পথিকের মতো; আমার হৃদয়েও রয়েছে
গন্তব্যে পৌঁছানোর নিষ্ফল উচ্ছাস।
দিনের উজ্জ্বলতাকে ম্লান করে তীব্র শোকে
যখন বিমর্ষ কালো হয় রাতের আকাশ,
তখন মাঝরাতে বাতাসের পাপড়িতে ভর করে
বুনো গোলাপের গন্ধ ভেসে আসে।
জ্যোৎস্নার গাঢ় লিকার পান করে… করে
নেশায় বুদ হয়ে নির্জন নীল আকাশের মত
যখন বিশাল হয় আমার মনের আকাশ;
তখন ঐ নামহীন শূন্যতা পূরণের জন্যে
স্বপ্নের মানচিত্রে তোমার জন্যে জেগে ওঠে গাঢ় আকাঙ্খা।
বর্ষার জলজ আদরের মত তোমার সেই
ঝর ঝরে রোদেলা হাসি নিমিষেই
আমার মেঘাচ্ছন্ন হৃদয়ের গাঢ় নীল দুঃখ গুলোকে
ভরদুপুরের চাঁদের মতো নিশ্চিহ্ন করে দেয়।
অবশ দুপুরে নক্ষত্র পুষ্পের মতো তোমার অপলক দৃষ্টি
আমার হৃদয়ের অনুভূতির লালচে পাতাগুলোকে
সবুজ করে তোলে।
তোমার হাসির শব্দে ক্ষয়িষ্ণু শেষরাতে
অসীম আকাশের নিচে
জ্যোৎস্নায় ভিজে অনাবিল তৃপ্তিতে
চৈতনাহীন এই আমি সতেজ হয়ে ওঠি।
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তোমার হাসিতে সতেজ আমি

ছবি : সংগৃহীত
জোবায়ের আহমেদ নবীন
পদ্মঝিলে ভাসমান শৈবাল আর শামুকের
ধীর গতির রহস্য আমি জানি না,
আমি জানি না, কেন মানুষের হৃদয়
বারংবার মেঘাচ্ছন্ন হয়।
রোদেলা দুপুরে বিনম্র মানুষের গাঢ় নীল দুঃখগুলো
প্রফুল্ল তারার মত, কেন জ্বল জ্বল করে তাও আমি জানি না,
আমি জানি না, প্রাচীন কূপের মাঝে জলপতনের ধ্বনিগুলো
কেন এতটা সজীব………….. প্রানবন্ত।
মানুষের পোষা দুঃখগুলো হৃদয়ের ধূলায় যখন গড়াগড়ি খায়, অবাঞ্ছিত অভিলাষে চাহিদার পাপড়ি গুলো
তখন ডানা মেলতে শুরু করে।
চুপচাপ সন্ধ্যা বেলা বৃষ্টি মাথায় নিয়ে মেঠো পথে
হেটে চলা পথিকের মতো; আমার হৃদয়েও রয়েছে
গন্তব্যে পৌঁছানোর নিষ্ফল উচ্ছাস।
দিনের উজ্জ্বলতাকে ম্লান করে তীব্র শোকে
যখন বিমর্ষ কালো হয় রাতের আকাশ,
তখন মাঝরাতে বাতাসের পাপড়িতে ভর করে
বুনো গোলাপের গন্ধ ভেসে আসে।
জ্যোৎস্নার গাঢ় লিকার পান করে… করে
নেশায় বুদ হয়ে নির্জন নীল আকাশের মত
যখন বিশাল হয় আমার মনের আকাশ;
তখন ঐ নামহীন শূন্যতা পূরণের জন্যে
স্বপ্নের মানচিত্রে তোমার জন্যে জেগে ওঠে গাঢ় আকাঙ্খা।
বর্ষার জলজ আদরের মত তোমার সেই
ঝর ঝরে রোদেলা হাসি নিমিষেই
আমার মেঘাচ্ছন্ন হৃদয়ের গাঢ় নীল দুঃখ গুলোকে
ভরদুপুরের চাঁদের মতো নিশ্চিহ্ন করে দেয়।
অবশ দুপুরে নক্ষত্র পুষ্পের মতো তোমার অপলক দৃষ্টি
আমার হৃদয়ের অনুভূতির লালচে পাতাগুলোকে
সবুজ করে তোলে।
তোমার হাসির শব্দে ক্ষয়িষ্ণু শেষরাতে
অসীম আকাশের নিচে
জ্যোৎস্নায় ভিজে অনাবিল তৃপ্তিতে
চৈতনাহীন এই আমি সতেজ হয়ে ওঠি।
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com