তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে ইতিবাচক ব্যাটিংই করছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু হুট করেই যেন ছন্দপতন ঘটল টাইগারদের। সময়ের পরিক্রমায় ফিরলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১০৯ রান তুলেছে টাইগাররা।
এখন ৪১ রানে শান্ত ও ২ রানে মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার দলনেতা তামিম ইকবাল খান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কিন্তু ওপেনিং জুটিটা বড় করা হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকানোর পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন কুমার দাস। এদিকে আর পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেছেন তামিম। লিটন ৭ রান ও তামিম ২৩ রান করেন।
এরপর মুশফিকুর রহিমকে নিয়ে বড় জুটি গড়ায় ইঙ্গিত দেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশি। আউট হয়েছেন ১৭ রানে। আর সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান। সূএ : ঢাকাটাইমস ডটকম