ফাইল ছবি
বাগেরহাটে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ মো. হুমায়ুন কবির (৩৮) এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সদস্যরা।
আজ (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে র্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেফতার মো. হুমায়ুন কবির নীলফামারী জেলার জলঢাকা থানার অধিবাসী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, র্যাব-৬ খুলনার সদর কোম্পানি এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি রোববার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারাবরি মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার আসামির হেফাজতে থাকা ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা আলামত ও গ্রেফতার আসামিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।