ছবি: অন্তর্জাল
তোমারে দেখেছিলাম কাটাখালীর তীরে
পোয়াতি দুপুরের প্রসববেদনার ঠিক আগ মুহূর্তে
নাইতে নেমেছিলে তুমি,
ঘোর তাড়া, ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলো
ডুব, ডুব, ডুব
এরপর স্বস্ত্যয়ন, উঠে চলে গেলে
ওই সরকার বাড়ির দিকে—
আমি চেয়ে চেয়ে দেখলাম
অই নির্লজ্জ জল তোমার
শরীর প্রদক্ষিণ করে—
পায়ে এসে মাটিতে লুটিয়ে পড়ল।
এই প্রথম আমি জলকে হিংসা করতে লাগলাম,
সে তোমার উদ্দাম বক্ষ ছুঁলো,
নাভিমূল ছুঁলো, স্বর্গের পথ ছুঁলো।
আমি তোমারে ছুঁইতে পারলাম না
তার আগেই চলে গেলে—
রেখে গেলে, জলের প্রতি তীব্র ঘৃণা।
সূএ: ডেইলি-বাংলাদেশ