ঝালকাঠিতে দুই কেজি গাঁজাসহ মোসা. হোসনেয়ারা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসা. হোসনেয়ারা সদর উপজেলার রুনসী গ্রামের বাসিন্দা।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হোসনেয়ারাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা করা হয়েছে।
সদর থানার ওসি নসির উদ্দিন জানান, ডিবির অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত নারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।