লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, যেখানে আফ্রিকার দেশগুলোতে মাত্র ১২ শতাংশ মানুষ টিকা পেয়েছে, সেখানে আমরা আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছি।
সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এ পর্যন্ত প্রায় ১৭ কোটি ডোজ টিকা আমরা দিতে পেরেছি। আমাদের লক্ষ্য ১১ কোটি ৫৫ লাখ মানুষকে টিকা দেওয়া। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশকেই আমরা টিকার আওতায় আনতে পেরেছি। আমাদের হাতে এখনো দশ কোটি টিকা মজুদ আছে। এখনো বেশকিছু লোক টিকা নেয়নি। আমি আহ্বান করব, তারা দ্রুত টিকা নিয়ে নিন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার সময়ে আমাদের চিকিৎসক-নার্সরা দিনরাত পরিশ্রম করেছেন, এখনও করে যাচ্ছেন। চিকিৎসক-নার্সসহ অনেক স্বাস্থ্যকর্মীকে আমরা হারিয়েছি। শুধু তারা নিজেরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আত্মার মাগফেরাত কামনা করি। তারা এ ক্রান্তিলগ্নে যেভাবে সেবা দিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় শ্রদ্ধা থাকবে।