সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশ। এই লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান আ.লীগ সরকার।
শনিবার দুপুরে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে ‘তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ স্বপন এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box