কানিজ ফারজানা লাইজু :
স্বপ্ন দেখে বলতে পারি আজো তুমি কোন কোন বিষয়ে অজ্ঞ রয়ে গেছো
অংক পরীক্ষা কিভাবে সাহিত্য হয়ে যায়
দীপাবলীর রাত কেমন আবছা অন্ধকারে ধোয়াশায় ভরে যায়
চাঁদে বাড়ি কিনেছো সেখান থেকে হুটহাট পৃথিবীতে ফেরা যায় না
সৌর বছর লেগে যেতে পারে চিঠির উত্তর পেতে
চিঠির উত্তর পাওনি আজো
বুঝে গেছো সেসব ভালোবাসা নয়
শুধু পৌষের রাতের সপ্তর্ষির মত খুব কাছে চলে আসে জিগ্যাসা চিহ্ন
তুমি চাইলেই এ পাবে তা পাবে
গায়ের ওম অর্গাজম
পুরুষের আশ্বাস
সহস্র বছরের চেয়ে বেশি নাকি ভালোবাসার আয়ু
অথচ দিন গেলেই রাত রাত পেরোলেই অন্ধকার গহববরে বিলীন তোমার হলফনামা
চাহিবা মাত্রই প্রেমিক হবে
গাহিবা মাত্রই গায়ক
লেখিবা মাত্রই লেখক
শুকরিয়া জানাবার আগেই অজ্ঞাত
তোমার ফাঁদে তুমি পড়ো
জেনেশুনে করো বিষ পান
তারপর ভাবো কিছু হয়নি কিছু হবার নয়
এক নদীতে একবারই স্নান হয়
তারপর দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার শুধু বৃথাই চেষ্টা করে যাওয়া
কচ্ছপের উল্টো দশা কাটেনা কভু
সত্য বলতে কি আসল বলে কিছু নেই
মাখন ছাড়া দুধ
মিষ্টি ছাড়া চিনি
ইনস্ট্যান্ট নুডুলস
কালো কফি
সবুজ চা
মানুষ ছাড়া মানুষ
স্বপ্ন দেখে বলে দিতে পারি কোথায় সমস্যা তোমার
ফ্রয়েড জেনেছিল কত আগে
দেরি হয়ে গেল তবু
স্বপ্ন দেখে বলে দিতে পারি অনায়াসে তোমার অতীত
সেই সব ক্ষণ অবচেতনে সংগৃহীত
তুমি ভুলে গেলেও সে ভোলেনি
তোমার আকাঙক্ষার তারাবাতী
বেদনার কল্পতরু
বিজয়ের বরাভয়
হার মানা হার
সব জমে আছে মস্তিষ্কের কোষে কোষে
তুমি ভুললেও সে কখনো ভোলেনা॥
Facebook Comments Box