কানিজ ফারজানা লাইজু :
অনেকদিনের জমাটবদ্ধ বরফের চাংগড় কঠিন হতে থাকে দিনে দিনে
গ্লেসিয়ার কবে হবে আশায় থাকি
সব ভাসিয়ে নিয়ে ঝরনা হয়ে মিষ্টি পানির
ফোয়ারা হয়ে নদী হয়ে যে চলে যায় তাকে যেতে দিতে হয় শেষ লক্ষ্যে পৌছাতে
মেঘের পরে মেঘ তার উপর ঈগল উড়ে একা
চীনের প্রাচীরের মত দাড়িয়ে থাকে সকল ব্যথা
আলোর নীচে আলো প্রজাপতির ডানায়
শূককীটের মুক্তি যে দুনিয়ায়
তারও নীচে জোনাকিরা আলো জ্বেলে করে রাত্রী যাপন
তারো নীচে শুয়ে রয় পূর্ব পুরুষের হাড় গোঁড় নিয়ে দগ্ধ মাটি
গ্রীষ্মে শীতল জলের মধ্যে একটুকরো লেবুর সুবাস জীবনানন্দ নিয়ে আসে
এক গ্লাস শরবত শিয়রে ঢাকা থাকে চুমুক দিই না যদি ব্যথায় নীল হই
কুয়াশার ধুসর পর্দা ঘেরা ছায়াচ্ছন্ন দুপুরে আলোহীন ঘুমের ঘোর কেমন মৃত্যুর মত টান দেয় বুকের জোড়
তবু সুখকে পেরিয়ে যে সুখ দুখের আড়ালে যে দুঃখ তারো পিছনে যে উল্লাস জীবনের জন্য যে প্রেম
দেহাতীত যে আত্মা
সময়হীন যে সময়
মৃত্যুর ওপারে যে অমরত্ব
সব কোলাহল শেষে যে নিস্তব্ধতা
সূর্যের তরে যে পৃথিবী
জন্ম নিয়ে যে জীবন
নিভিবে সবই তোমার যা নিয়ে তুমি।
Facebook Comments Box