গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের আমুড়া থেকে ১০৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাহতাব মিয়া(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী মাহতাব মিয়া উপজেলার আমুড়া ইউপির ধারাবহর এলাকার মৃত জহির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৪ জানুয়ারী) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই লুৎফুর রহমান ও এসআই বিকাশ সরকার নেতৃত্বে পুলিশের একটি চৌকুস টিম উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় অভিযান চালায়। মাদক বিক্রির সময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদকব্যবসায়ী মাহতাব এর সঙ্গীয় আরোও ২/৩ জন পালিয়ে গেলে চৌকুস অফিসার এসআই লুৎফুর রহমান ও এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত মাহতাব উপজেলা আমুড়া ইউপিসহ বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।