লোমহর্ষক হত্যা, গুম ও ছিনতাইয়ের একাধিক ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার আশপাশে ও সিলেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- খালেদ, টিপু, হাসান, জাহাঙ্গির, মুজিব ও সুমন।
আজ (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
তিনি জানান, গত ১৭ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থানায় দায়ের কারা একটি মামলা তদন্তকালে সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, খালেদ, টিপু ও হাসান পরিকল্পনা করে যাত্রীবেশে তারা অটোরিকশা ছিনতাই করতেন। পরবর্তীতে ওই অটোরিকশা চালককে নির্জন স্থানে নিয়ে হত্যা করতেন। এছাড়া জাহাঙ্গির, মুজিব ও সুমন ছিনতাই করা ওই অটোরিকশাটি কেনা-বেচার কাজে জড়িত ছিলেন। এভাবে তারা একটি চক্র গড়ে তুলে। ওই চক্রের সদস্যরা দীর্ঘ দিন থেকে এমন অপরাধে জড়িত রয়েছে।