পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার দু’টি নাটক। ১৩ই ফেব্রুয়ারি রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচার হবে তার অভিনীত ‘এই অবেলায়’ নাটক। এতে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। ‘এই অবেলায়’ নাটকের গল্পে দেখা যাবে অবন্তী ভালোবাসে একজন সুনামী কবিকে, যে কিনা রাস্তায় ওষুধ বিক্রি করে। ঘটনাক্রমে অবন্তীর সঙ্গে তার পরিচয় হয়। অবন্তী তার বাবার সঙ্গে ছেলেটির দেখা করায়। বাবা তাদের বিয়েতে মত দেয় না।
নিজেদের ইচ্ছায় দু’জন বিয়ে করে সংসার শুরু করে। কিছুদিন পর অবন্তীর ধরা পড়ে ক্যান্সার। আর ঠিক একদিন পরই ১৪ই ফেব্রুয়ারি রাত ১০টায় একই চ্যানেলে প্রচার হবে তানজিন তিশার ‘এই সন্ধ্যাটা ভালোবাসার’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটিকটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এই নাটকের গল্পে দেখা যাবে, নীলের বাবা গ্রামে থাকেন। তিনি চান ছেলে যেন বিয়ে করে। হঠাৎ একটি মেয়ে চলে আসে নীলের বাসায়। মেয়েটির এমন আচরণ এমন, যেন এই বাসা তার। পরে সে জানতে পারে মেয়েটির বাবা আর নীলের বাবা চায় তারা দু’জনে বিয়ে করুক। ধীরে ধীরে নীল আর মেয়েটির সখ্য বাড়তে থাকে। সূএ:মানবজমিন