রাজধানীর চকবাজারে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের মালিকানাধীন মদিনা আশিক টাওয়ারে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার সন্ধ্যায় ১৬ তলা ভবনের সপ্তম তলায় ইমিটেশনের পরিত্যক্ত মালামালে লাগা এই আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা আক্তার ঢাকা টাইমসকে জানান, শনিবার সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে চকবাজারের মদিনা আশিক টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। ছয়টা ৩৮ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আমরা কোনো রিপোর্ট পাইনি। সূএ:ঢাকাটাইমস