নারায়ণগঞ্জ জেলা আদালতের আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ পদের সবকটিতেই আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।
মঙ্গলবার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
জেলা আইনজীবী পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমীন রনি।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি সুবাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক মো. রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল মান্নান, কার্যকরী সদস্য এরশাদুজ্জামান ইমন, হালিমা আক্তার, হোসেন আহম্মদ, মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস নির্বাচিত হয়েছেন।