বড় ফেনী নদীতে ধরা পড়ল একঝাঁক ইলিশ

ঘন কুয়াশা আর তীব্র শীতেও বড় ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই ও এক কেজি ওজনের ৫৫টি ইলিশ। রোববার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে মাছগুলো ধরা পড়ে।

 

এরমধ্যে ১৫টির ওজন ২ কেজির বেশি। বাকি ৪০টির ওজন সাড়ে ৯০০ থেকে ১ কেজি ১০০ গ্রাম- ধরা পড়া ৫৫ ইলিশ ওজন করে দেখা গেছে। মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলামে ৯৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুল মান্নান ও নেয়ামত উল্যাহ। পরে ১৫টি বড় ইলিশ ৫৭ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন ওই ব্যবসায়ী।

 

স্থানীয়রা জানায়, শীত চলে আসায় নদীতে ইলিশ কমে গেছে। এরপরও ৫-৬ জেলে প্রতিদিন নদীতে জাল ফেলেন। উপজেলার আদর্শগ্রাম এলাকার জেলে মো. আবদুল খালেক, আবুল কাশেম, সফি উল্যাহসহ ১০-১২ জন ভোরে নদীতে জাল ফেলে বসেছিলেন। দুপুরে জোয়ার কমতে থাকায় জালে হঠাৎ টান পেয়ে বুঝতে পারেন, বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই সবাই দেখেন, বড় বড় অনেক ইলিশ ধরা পড়েছে।

 

জেলে আবদুল খালেক জানান, বিকেলে মাছগুলো নিয়ে স্থানীয় আড়তে বিক্রি করতে নিয়ে যান। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে মাছগুলো বিক্রি করেন তিনি। পৌর শহরের পাইকারি মাছ বিক্রেতা নেয়ামত উল্যাহ, আবদুল মান্নানসহ তিন ব্যবসায়ী যৌথভাবে তার ছোট-বড় সব কটি ইলিশ আলাদাভাবে কেজি দরে কিনে নেন।

 

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান জানান, কদিন ধরে নদীতীরে গিয়ে ২০-৩০ কেজির বেশি মাছ কিনতে পারেননি। বিকেলে মাছ কিনতে আড়তে যান। সেখানে গিয়ে বড় ইলিশ দেখে অবাক হন। ওজন দিয়ে দেখেন, ১৫টি ইলিশের ওজন প্রায় ৩২ কেজি। পরে নিলামে ডাক তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা দুজন ১৫টি ইলিশ ৪৮ হাজার ২০০ টাকায় কিনে নেন। পরে মাছগুলো বিক্রি করার জন্য বিকেলে পৌর শহরের মাছবাজারে নিয়ে যান। এ সময় বড় ইলিশ দেখতে ভিড় করেন উৎসুক অনেকেই ।

 

ব্যবসায়ী নেয়ামত উল্যাহ জানান, দুই কেজির ইলিশ ১৫টি ২ হাজার টাকা কেজি দর হাঁকেন প্রথমে। পরে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে সব বিক্রি করে দেন। এছাড়া অন্য ইলিশগুলো ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

 

সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির বেশ বড় মাছ পাওয়া গেছে। এ মৌসুমে নদীতে একাধিকবার দুই-আড়াই ও তিন কেজি ওজনের বড় ইলিশ ধরা পড়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন ১৫০ জন, আটক ১৫ জন

» খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ

» যমুনার সামনেই ফজরের নামাজ আদায় করলেন অবস্থানকারীরা

» জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত

» সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় কারাগারে আইভী

» সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার

» দাঁড়িয়ে থাকা বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

» যে কারণে মেয়ের ছবি প্রকাশ্যে আসেনি, জানালেন দীপিকা

» পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল

» যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড় ফেনী নদীতে ধরা পড়ল একঝাঁক ইলিশ

ঘন কুয়াশা আর তীব্র শীতেও বড় ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই ও এক কেজি ওজনের ৫৫টি ইলিশ। রোববার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে মাছগুলো ধরা পড়ে।

 

এরমধ্যে ১৫টির ওজন ২ কেজির বেশি। বাকি ৪০টির ওজন সাড়ে ৯০০ থেকে ১ কেজি ১০০ গ্রাম- ধরা পড়া ৫৫ ইলিশ ওজন করে দেখা গেছে। মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলামে ৯৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুল মান্নান ও নেয়ামত উল্যাহ। পরে ১৫টি বড় ইলিশ ৫৭ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন ওই ব্যবসায়ী।

 

স্থানীয়রা জানায়, শীত চলে আসায় নদীতে ইলিশ কমে গেছে। এরপরও ৫-৬ জেলে প্রতিদিন নদীতে জাল ফেলেন। উপজেলার আদর্শগ্রাম এলাকার জেলে মো. আবদুল খালেক, আবুল কাশেম, সফি উল্যাহসহ ১০-১২ জন ভোরে নদীতে জাল ফেলে বসেছিলেন। দুপুরে জোয়ার কমতে থাকায় জালে হঠাৎ টান পেয়ে বুঝতে পারেন, বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই সবাই দেখেন, বড় বড় অনেক ইলিশ ধরা পড়েছে।

 

জেলে আবদুল খালেক জানান, বিকেলে মাছগুলো নিয়ে স্থানীয় আড়তে বিক্রি করতে নিয়ে যান। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে মাছগুলো বিক্রি করেন তিনি। পৌর শহরের পাইকারি মাছ বিক্রেতা নেয়ামত উল্যাহ, আবদুল মান্নানসহ তিন ব্যবসায়ী যৌথভাবে তার ছোট-বড় সব কটি ইলিশ আলাদাভাবে কেজি দরে কিনে নেন।

 

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান জানান, কদিন ধরে নদীতীরে গিয়ে ২০-৩০ কেজির বেশি মাছ কিনতে পারেননি। বিকেলে মাছ কিনতে আড়তে যান। সেখানে গিয়ে বড় ইলিশ দেখে অবাক হন। ওজন দিয়ে দেখেন, ১৫টি ইলিশের ওজন প্রায় ৩২ কেজি। পরে নিলামে ডাক তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা দুজন ১৫টি ইলিশ ৪৮ হাজার ২০০ টাকায় কিনে নেন। পরে মাছগুলো বিক্রি করার জন্য বিকেলে পৌর শহরের মাছবাজারে নিয়ে যান। এ সময় বড় ইলিশ দেখতে ভিড় করেন উৎসুক অনেকেই ।

 

ব্যবসায়ী নেয়ামত উল্যাহ জানান, দুই কেজির ইলিশ ১৫টি ২ হাজার টাকা কেজি দর হাঁকেন প্রথমে। পরে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে সব বিক্রি করে দেন। এছাড়া অন্য ইলিশগুলো ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

 

সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির বেশ বড় মাছ পাওয়া গেছে। এ মৌসুমে নদীতে একাধিকবার দুই-আড়াই ও তিন কেজি ওজনের বড় ইলিশ ধরা পড়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com