নারায়ণগঞ্জ প্রতিনিধি- রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে সঞ্চয় বীমা প্রকল্প প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়নমুখী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে দ্বিগবাবুর বাজারের অফিস কার্যালয়ে এ কর্মশালা ও উন্নয়নমুখী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- কেন্ত্রীয় অফিসের প্রজেক্ট ডিরেক্টর মোঃ সেলিম। নারায়ণগঞ্জ জেলার ইনচার্জ এর ডি.ভি.সি উঃ ফারজানা জামান’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- চীফ কনসাল্টেন্ট খালিদ সাইফুল্লাহ বকসী। ৫০ জন নারী-পুরুষ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালার বিষয় সম্পর্কে ফারজানা জামান বলেন, বীমা পলিসি সম্পর্কে ধারনা দেয়। সেইসাথে বীমা কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মতে প্রতিটি মানুষের ভবিষ্যৎ চিন্তা করে বীমা পলিসি করা প্রয়োজন। বীমা কোম্পানি শুধু জীবন বীমা পলিসিতেই আজ থেমে নেই। এখন অনেক ধরনের বীমার সুযোগ নিয়ে এসেছে আমাদের মাঝে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সঞ্চয়, শিক্ষা, স্বাস্থ্য, পেনসন বীমা। শিশু থেকে সকল বয়সীদের জন্য আজ আমরা বীমা নিয়ে কাজ করে চলছি। বীমা করতে ইচ্ছুক যে কেউ আমাদের সাথে যোগাযোগ করে তাঁর পছন্দনীয় বীমা করেতে পারেন।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- রাজধানী সোনারগাঁও ক্লাব রোটারিয়ান প্রেসিডেন্ট এ. ইউ আরমান আহম্মেদ ও রোটারেন্ট প্রেসিডেন্ট সৈকত। রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির ভি. সি রেহানা আক্তার, বি.এম. ফেরদৌসি আক্তর রেহানা, ডি.সি আয়েশা আক্তার, আর. সি বনানী রাণী, বি. এম নূরুদ্দিন, ভি. সি কাজল রাণী, বি. এম. এমডি শাহীনসহ প্রমূখ।
Facebook Comments Box