ভারতের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে তৃতীয় দিনে শুরু থেকেই চাপে বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে কিছুটা আশার সঞ্চার হয় লিটন দাস ও জাকির হাসানের ব্যাটে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জাকির তুলে নেন ফিফটি, তাতে লিডও নেয় বাংলাদেশ। কিন্তু এরপরেই অঘটন। ফিরে যান সাজঘরে ফিরলেন জাকির।
ধীর গতিতে বেশ ভালোই এগোচ্ছিলেন জাকির-লিটন। এমন সময় উমেশ যাদবের আউটসাইড অফের বলটা কাট করতে গিয়ে সিরাজের হাতে ধরা পড়েন। ১৩৫ বলে ৫১ রান করেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই ওপেনার। এর পরই বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শুন্য রানে বিদায় নেন তিনি।
এর আগে তৃতীয় দিনের শুরুই বাজেভাবে হয় বাংলাদেশের। দিনের শুরুতে ৫ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। শান্তর বিদায়ের পর নাম্বার তিনে ব্যাট করা মুমিনুল হকও পাননি রান। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রান করে ফিরেছেন টপ অর্ডার এই ব্যাটার।
লাঞ্চ বিরতির মিনিট পাঁচেক আগে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৯ রান করে বিদায় নেন তারকা এই ব্যাটার। এর আগে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন টাইগার অধিনায়ক।