মূলঃ Matt Haig (Book: Reasons to Stay Alive)
ক্রমবর্ধমান হারে পৃথিবী আমাদেরকে হতাশাগ্রস্ত করে চলেছে। সুখ এই পৃথিবীর অর্থনীতির জন্যে ভালো নয়। কেন না আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা যদি সুখী হই, তাহলে কি আদৌ আমাদের কিছুর দরকার হবে?
কীভাবে তুমি একটা বয়সরোধী ময়শ্চারাইজার বিক্রি করো? কাউকে বয়স বেড়ে যাওয়া নিয়ে চিন্তা করতে বাধ্য করে।
কীভাবে তুমি একটা রাজনৈতিক দলের জন্যে ভোট সংগ্রহ করো? জনগণকে দেশান্তরি হবার ভয় দেখিয়ে। কীভাবে তুমি মানুষকে বীমা কেনার প্রেষণা দাও? তার মধ্যে সবকিছুর অনিত্যতা সম্পর্কে ভাবনা সৃষ্টি করে। কীভাবে তুমি তাদেরকে প্লাস্টিক সার্জারি করাও?
তাদের শারীরিক খুঁত সম্পর্কে আলোকপাত করে।
কীভাবে তাদেরকে টিভি শো’তে নিয়ে যাও? কিছু তারা হারিয়ে ফেলেছে, এই বোধ সৃষ্টি করে। কীভাবে তুমি তাদের মধ্যে স্মার্টফোন কেনার উপলব্ধি সৃষ্টি করো? এই বোধ তৈরি করে যে, অন্যরা তাদেরকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে।
সুতরাং এই পৃথিবীতে স্থিরতা নিয়ে বাস করাও বিশাল এক বিপ্লবী কাজ। কেন না নিজের উন্নতিহীন অস্তিত্ব নিয়ে সুখী অগোছালো মানুষিক সত্তা ব্যবসার জন্যে ভালো নয়।
কিন্তু বাস করার জন্যে তো আমাদের আর কোনো পৃথিবী নেই। তবে গভীরভাবে দেখলে বস্তু ও বিজ্ঞাপনের পৃথিবীই আসল জীবন নয়;জীবন হলো অন্য জিনিস। বহিরঙ্গের চাকচিক্যগুলো ছুড়ে ফেলে দিলে যা কিছু অবশিষ্ট থাকে, সেটাই জীবন।
জীবন হলো সেইসব মানুষ ও প্রিয়জনেরা, যারা তোমাকে ভালোবাসে। আইফোনের জন্যে আমরা কেউ পৃথিবীতে কেউ বেঁচে থাকতে চাই না। বরং আইফোনের মাধ্যমে আমরা যেন অন্যদের কাছে পৌঁছাতে পারি, সেটাই আমাদের আসল চাওয়া।
সুতরাং, একবার আমরা যখন বর্তমানের জীবন হতে মুক্ত হয়ে নতুন করে বাঁচতে শিখব, কেবল তখনই আমরা নতুন চোখ দিয়ে পৃথিবীকে দেখতে সক্ষম হবো। তখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে । এবং আমরা দেখতে পাবো সেইসকল জিনিস, যেগুলো সম্পর্কে আগে আমরা কখনোই জানতাম না। সূএ:ডেইলি-বাংলাদেশ