পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন আগামী বুধবার (৩০ নভেম্বর)। এর আগে মঙ্গলবার বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেজন্য শেষ সময়ে উৎসবমুখর প্রচারণা চলছে ডিআরইউতে।
একদিন বাদেই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ চলবে।
নির্বাচনকে কেন্দ্র করে শেষ সময় পেশাদার সাংবাদিকদের পদচারণায় মুখরিত ডিআরইউ প্রাঙ্গণ। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের নির্দেশে এ বছর পোস্টার, ব্যানার লাগানো বিরত থাকলেও প্রার্থী ও তাদের সহকর্মীদের হাতে হাতে লিফলেট বিতরণ চলছে। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। যোগ্য নেতৃত্ব বেছে নিতে সদস্যদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।
এ বছর নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতির মধ্যে প্রাধান্য পাচ্ছে ডিআরইউর দ্বিতীয় ভবন নির্মাণ। এছাড়া সংগঠনটিকে লাভজনক করা, সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে উন্নত সুবিধা দেওয়াসহ সার্বিক উন্নয়নের কথা বলছেন তারা।
প্রার্থী যারা
কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২৩ এ সভাপতি পদে রয়েছেন তিনজন প্রার্থী। তারা হলেন কবির আহমেদ খান, মুরসালীন নোমানী, নজরুল ইসলাম মিঠু।
সাধারণ সম্পাদকের একটি পদের জন্য প্রার্থী রয়েছেন ছয়জন। তারা হলেন আফজাল বারী, আরাফাত, জামিউল আহসান সিপু, মহিউদ্দিন, মাইনুল হাসান সোহেল ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামিল)। এছাড়া সহ-সভাপতি একটি পদের বিপরীতে রয়েছেন দীপু সারোয়ার ও গ্যালমান শফি।
যুগ্ম সম্পাদকের একটি পদের জন্য রয়েছেন পাঁচ প্রার্থী। তারা হলেন ফারুক খান, কামাল মোশারেফ, মঈনুল আহসান, নয়ন মুরাদ ও পবন আহমেদ।
অর্থ সম্পাদক পদের বিপরীতে প্রার্থী রয়েছেন জাকির হোসাইন ও সাখাওয়াত হোসেন সুমন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী দুজন। তারা হলেন আবদুল হাই তুহিন ও সাইফুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন কাওসার আজম ও রফিক রাফি। নারী বিষয়ক সম্পাদকের পদের জন্য প্রার্থী মরিয়ম মনি (সেঁজুতি) ও রোজিনা রোজী।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের বিপরীতে প্রার্থী কামাল উদ্দিন সুমন ও মেজবাহ উল্লাহ শিমুল। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকের পদের জন্য প্রার্থী মো. রাশিম (রাশিম মোল্লা) ও তোফাজ্জল হোসেন রুবেল। ক্রীড়া সম্পাদক পদের বিপরীতে প্রার্থী মো. মাহবুবুর রহমান ও মো. রকিবুল ইসলাম মানিক।
সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী মো. শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে একমাত্র প্রার্থী মোহাম্মদ নঈমুদ্দীন নির্বাচিত হয়েছেন। এছাড়া কল্যাণ সম্পাদক পদের জন্য প্রার্থী জাহাঙ্গীর কিরণ ও তানভীর আহমেদ লড়ছেন।
খসড়া তালিকায় কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী রয়েছেন নয়জন। তারা হলেন ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), কিরণ সেখ, মহসিন বেপারী, মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), মো. ফারুক আলম, মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম), মো. শরীফুল ইসলাম, মোজাম্মেল হক তুহিন ও এস এম মোস্তাফিজুর রহমান (সুমন)।