বিশ্বের সবচেয়ে ছোট টিভি, ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

বিশ্বের ছোট টিভি তৈরি করে তাক লাগালো টাইনিসারকিটস। যেখানে বিশ্বের অন্যান্য কোম্পানিগুলো বড় স্ক্রিনের টেলিভিশন বানাতে ব্যস্ত। এমনকি স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব ও অন্যান্য ডিভাইসে বড় স্ক্রিন দিতে ব্যস্ত কোম্পানিগুলো। সেখানে টাইনিসারকিটস মাত্র ১ ইঞ্চি ডিসপ্লের টিভি তৈরি করেছে।

 

টাইনিসারকিটস কোম্পানি একসঙ্গে দুটি টাইনিটিভি বা ছোট টিভি তৈরি করেছে। যার একটির স্ক্রিন ০.৬ ইঞ্চি বা ১৫মিমি এবং অন্যটি মাত্র ১.০ ইঞ্চি। এটি সামনের দিকের স্পিকারের উপরে লাগানো হয়েছে।

 

বিশ্বের সবচেয়ে ছোট টিভি, ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

টিভিগুলো তাদের রেট্রো লুকে মুগ্ধ করেছে বিশ্বকে। এটিতে দুটি ঘূর্ণায়মান নব দেওয়া হয়েছে। যার সাহায্যে ভলিউম নিয়ন্ত্রণ করা এবং চ্যানেল পরিবর্তন করা যাবে। টিভিগুলোর আকার একটি ডাকটিকিটের সমান বলেই জানিয়েছে কোম্পানিটি।

 

কম্পিউটারের সঙ্গে একটি ইউএসবি সি টাইপ ক্যাবল সংযুক্ত করে এই টিভিগুলো চালাতে হবে। এক চার্জে এক ঘণ্টা চলবে টিভিগুলো। উভয় টিভিতে একটি ৮জিবি মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা হয়েছে। যা ১০ থেকে ৪০ ঘণ্টা ভিডিও ফুটেজ সরবরাহ করতে পারবে।

 

এছাড়াও ব্যবহারকারী তাদের পছন্দের সিনেমা, প্রোগ্রাম এবং ভিডিওগুলো কম্পিউটারে সংযুক্ত করে দেখতে পারেন। যদিও এই ছোট টিভিগুলো অনুযায়ী ভিডিও কনভার্ট করে নিতে হবে। এই সবই করা যাবে বিনামূল্যে, যার সফটওয়্যার কোম্পানি বিনামূল্যে দিচ্ছে। সফটওয়্যারের সাহায্যে ভিডিওতে ইফেক্টও দেওয়া যাবে।

 

বিশ্বের সবচেয়ে ছোট টিভি, ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

দুটি টিভিই নিয়ন্ত্রণ করতে এতে বিল্ট-ইন বোতাম দেওয়া হয়েছে। কোম্পানিটি একটি ইনফ্রারেড রিমোট কন্ট্রোলারও প্রস্তুত করেছে। এর সাহায্যে, ডিভাইসটি চালু করতে পারবেন এবং ভলিউম পরিবর্তন ও ভিডিও চালানো যাবে।

 

এই টিভিগুলোর দাম থাকছে মাত্র ৪৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৭৩ টাকা। টিভিগুলো মূলত কিকস্টার্ট ক্যাম্পেইনের অংশ, যার মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬৫০ ডলার সংগ্রহ করা হয়েছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

» বাড়ল স্বর্ণের দাম

» মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

» বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশব্যাপী লোডশেডিং

» বুধবার ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ

» আপত্তিকর ছবি ভাইরাল, আদালতে ঐশ্বরিয়া

» ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

» মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বের সবচেয়ে ছোট টিভি, ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

বিশ্বের ছোট টিভি তৈরি করে তাক লাগালো টাইনিসারকিটস। যেখানে বিশ্বের অন্যান্য কোম্পানিগুলো বড় স্ক্রিনের টেলিভিশন বানাতে ব্যস্ত। এমনকি স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব ও অন্যান্য ডিভাইসে বড় স্ক্রিন দিতে ব্যস্ত কোম্পানিগুলো। সেখানে টাইনিসারকিটস মাত্র ১ ইঞ্চি ডিসপ্লের টিভি তৈরি করেছে।

 

টাইনিসারকিটস কোম্পানি একসঙ্গে দুটি টাইনিটিভি বা ছোট টিভি তৈরি করেছে। যার একটির স্ক্রিন ০.৬ ইঞ্চি বা ১৫মিমি এবং অন্যটি মাত্র ১.০ ইঞ্চি। এটি সামনের দিকের স্পিকারের উপরে লাগানো হয়েছে।

 

বিশ্বের সবচেয়ে ছোট টিভি, ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

টিভিগুলো তাদের রেট্রো লুকে মুগ্ধ করেছে বিশ্বকে। এটিতে দুটি ঘূর্ণায়মান নব দেওয়া হয়েছে। যার সাহায্যে ভলিউম নিয়ন্ত্রণ করা এবং চ্যানেল পরিবর্তন করা যাবে। টিভিগুলোর আকার একটি ডাকটিকিটের সমান বলেই জানিয়েছে কোম্পানিটি।

 

কম্পিউটারের সঙ্গে একটি ইউএসবি সি টাইপ ক্যাবল সংযুক্ত করে এই টিভিগুলো চালাতে হবে। এক চার্জে এক ঘণ্টা চলবে টিভিগুলো। উভয় টিভিতে একটি ৮জিবি মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা হয়েছে। যা ১০ থেকে ৪০ ঘণ্টা ভিডিও ফুটেজ সরবরাহ করতে পারবে।

 

এছাড়াও ব্যবহারকারী তাদের পছন্দের সিনেমা, প্রোগ্রাম এবং ভিডিওগুলো কম্পিউটারে সংযুক্ত করে দেখতে পারেন। যদিও এই ছোট টিভিগুলো অনুযায়ী ভিডিও কনভার্ট করে নিতে হবে। এই সবই করা যাবে বিনামূল্যে, যার সফটওয়্যার কোম্পানি বিনামূল্যে দিচ্ছে। সফটওয়্যারের সাহায্যে ভিডিওতে ইফেক্টও দেওয়া যাবে।

 

বিশ্বের সবচেয়ে ছোট টিভি, ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

দুটি টিভিই নিয়ন্ত্রণ করতে এতে বিল্ট-ইন বোতাম দেওয়া হয়েছে। কোম্পানিটি একটি ইনফ্রারেড রিমোট কন্ট্রোলারও প্রস্তুত করেছে। এর সাহায্যে, ডিভাইসটি চালু করতে পারবেন এবং ভলিউম পরিবর্তন ও ভিডিও চালানো যাবে।

 

এই টিভিগুলোর দাম থাকছে মাত্র ৪৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৭৩ টাকা। টিভিগুলো মূলত কিকস্টার্ট ক্যাম্পেইনের অংশ, যার মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬৫০ ডলার সংগ্রহ করা হয়েছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com