“সম্ভবত এখন তুমি সহজে ঘুমোতে পারবে না,” সবজান্তার মতো বলল সে। “যখন একজন মানুষ, যা কিছু খুঁজছিল, তা খুঁজে পায়, তখন সে সাধারণত ভালোভাবে ঘুমোতে পারে না।”
“কোনোকিছু খুঁজছিলাম মানে? কীভাবে তুমি জানো যে আমি কিছু খুঁজছিলাম?”
“ওটা তোমার সারা শরীরে লেখা আছে। যা কিছুই তুমি ভাবো, তা তোমার সারামুখে লেখা হয়ে যায়। এমনকি তোমার মাথার ভেতরের সবকিছুও বিছানো থাকে সবার দেখার জন্যে।”
সূএ: ডেইলি-বাংলাদেশ