উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হরিহরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও আগামী দিনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রিপন কুমার ধরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা গৌতম চক্রবর্তী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হক ঢালী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
Facebook Comments Box