কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ ২০২২ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে পার-নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।
পরে অগ্নি নির্বাপণ এবং সড়ক দৃর্ঘটনা থেকে জান মাল রক্ষা সম্পর্কিত একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খানসহ সরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন#