তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে টকশোতে অশালীন মন্তব্য করায় অভিযোগে সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার বিচার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) মামলার বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে মইনুল হোসেনের করা এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার মইনুল নিজেই তার আবেদনের পক্ষে শুনানি করেন।
২০১৮ সালের ২১ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। মামলায় ২০১৮ সালের ১৬ অক্টোবর একটি টেলিভিশনের টকশোতে তাকে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন অশালীন মন্তব্য করেছেন এমন অভিযোগ আনা হয়েছে।
মাসুদা ভাট্টিকে নিয়ে মইনুল হোসেনের করা সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। এ ঘটনায় মইনুল হোসেনের বিরুদ্ধে সারাদেশে অন্তত ২২টি মামলা হয়। পরে তিনি সব মামলায় জামিন পান।
মাসুদা ভাট্টির করা মানহানির মামলাটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।