ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। এবারের প্রতিপাদ্য বিষয় থাকবে “Redesigning Fashion”। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর রাফায়েল আহমেদ অংকন।
এছাড়াও অন ক্যাম্পাস রাউন্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৩ সদস্য বিশিষ্ট একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। অর্গানাইজিং টিমের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে রাফায়েল আহমেদ অংকন এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে খান ফাহবিহা আসনিম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে মোট দশটি সাবটিম গঠন করা হয়েছে। এতে করে প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে মৃত্তিকা খান এবং ওমর ফারুক হৃদয়, হেড অব গ্রাফিক্স অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট নয়ন বিশ্বাস, গ্রাফিক্স অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট আলামিন হোসেন ও মো রাকিব হাসান, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট রনি সাহা, ইভেন্ট ম্যানেজমেন্ট মোহাম্মদ শাখাওয়াত ও হোসেন ইনতাশাফ অর্প, হেড অব নিউজ অ্যান্ড মিডিয়া সামী আল সাদ আওন, নিউজ অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর মাসুম শাহরিয়ার ও যাহিদ বিন ফিরোজ, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর নিশাত সুবাহ, কনটেন্ট অ্যান্ড র্যাইটিং মো. সালমান আহমেদ শাওন, টিম কো-অর্ডিনেটর জহুরুল ইসলাম ও পারভেজ হোসেন, স্পন্সর অ্যান্ড পার্টনারশীপ কো-অর্ডিনেটর ঋত্বিক মজুমদার ও ফাইরোজ রোজা, জাজেজ অ্যান্ড মেন্টরস লিয়ানা দেওয়ান ও আঁখি খাতুন, হেড অফ ফাইনান্স অ্যান্ড একাউন্টস আবু মো. জুবায়ের সালমান, ফাইনান্স অ্যান্ড একাউন্টস কো-অর্ডিনেটর মোহাম্মদ জুয়েল।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী আয়োজিত ও শিক্ষার্থীদের নোবেল প্রাইজ খ্যাত হাল্ট প্রাইজ একটি বার্ষিক প্রতিযোগিতা। যৌথভাবে যার আয়োজক জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন। যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছর এই প্রতিযোগিতাটি একটি নির্দিষ্ট সমস্যার ভিত্তিতে চ্যালেঞ্জ নির্ধারণ করা হয় এবং শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাভাবনার আলোকে সমাধানমূলক আইডিয়া উপস্থাপন করে থাকেন। সমস্যার সমাধান ও সেই সমাধান থেকে ব্যবসার সুযোগ তৈরি করার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (সাড়ে ১০ কোটি টাকা)।