জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন মেলেনি ক্যাসিনো কারবারি এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার। মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে করা মামলায় জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে তাদের বিরুদ্ধে করা মামলার বিচার চলবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আজ (৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট কামরুন্নাহার রত্না। পিটিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মেহেবুব হোসেন।
এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে করা দুই মামলায় জামিন প্রশ্নে রুল জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই রুলের শুনানি নিয়ে আদালত এই রায় দেন।