হোয়াটসঅ্যাপ ছবি পাঠালে অনেক সময় এর কোয়ালিটি খারাপ হয়ে যায়। এর কারণ হল হোয়াটসঅ্যাপ সেটিংসে ফটো আপলোডের সময়ে তার কোয়ালিটি ডিফল্ট হিসাবে সেট করা থাকে। তাই, শেয়ার করার সময় ছবির মান ইন্টারনেট সংযোগ, ছবির আকার এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করে। আর সেই কারণেই সাধারণভাবে পাঠানো ছবির কোয়ালিটি কিছুটা কমে যায়।
হোয়াটসঅ্যাপে কীভাবে সেরা মানের ছবি পাঠাবেন-
- আপনার আইফোন বা অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলুন। হোয়াটসঅ্যাপ সেটিংসে যান (তিনটি বিন্দু যেখানে)।
- সেটিংসের মধ্যে থেকে ‘Storage and Data’ অপশন পাবেন। তাতে ট্যাপ করুন। এর পর ফটো আপলোডের কোয়ালিটির একটি অপশন পাবেন।
- এরপর সেই অপশনগুলোর মধ্যে সেরা কোয়ালিটি সিলেক্ট করুন। তারপর ‘Ok’ ক্লিক করুন। এক্ষেত্রে মনে রাখবেন, ছবির কোয়ালিটি বেশি ভাল হওয়ায় আপনার ডেটাও বেশি খরচ হবে।
- এক্ষেত্রে উল্লেখ্য, একেবারে অবিকৃত অবস্থায় ছবি পাঠাতে হলে ডকুমেন্ট হিসাবে তা পাঠানোই শ্রেয়। এক্ষেত্রে সাধারণত ডেটা বেশি খরচ হয়, কিন্তু ছবি একেবারে আসল কোয়ালিটিতে পৌঁছায় প্রাপকের হাতে। নতুন আপডেটে ডকুমেন্ট হিসাবে পাঠানো ছবিতে প্রিভিউ-ও যোগ করছে হোয়াটসঅ্যাপ।