জোবায়ের আহমেদ নবীন:
বিশ্বাসের বিভ্রমে আঁকা ধূলোর শহরে
খুঁজে ফিরি তোমায় আমি;
অচেনা গলিপথের নামের বাহারে।
তোমার জন্যে সীমাহীন শূন্যতা
দিগন্তপানে হাটি অদ্ভুত খেয়ালে,
শহুরে জীবনে কোনও অবসর নাই
ভালোবাসা ঘেরা কংক্রিটের দেয়ালে।
মাঝে মাঝে তোমার ছোঁয়া খুঁজি
নিয়নের চেনা আলোয়;
তুমিহীনা শহরটাকে আরো অচেনা লাগে,
তোমার জন্যে কতোটা কাঁদে হৃদয়
বুঝিনি কখনো আগে।
জীবনের বিবর্ণ পথে কষ্টের ঘোর কাটে
সুখ স্মৃতিরা পায়রা মেঘের মতো ফিরে আসে,
শুধু তোমায় খুঁজে পাইনা আগের মতো
পাইনা বুকের পাশে।
Facebook Comments Box