সাতকানিয়ায় ভোট শুরুর পৌনে ২ ঘণ্টার মাথায় গুলি-ককটেল বিস্ফোরণ

ভোট শুরুর পৌনে দুই ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ঘটে।

 

এসময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটে। তবে কেউ আহত হয়েছেন কিনা- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

খাগরিয়া ইউনিয়নে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভোট স্থগিত করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি।

 

সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বলেছেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি অটোরিকশা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

 

এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীও রয়েছেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সুজন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, রবিবার রাতে প্রাইভেটকারে বহিরাগত কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এ সময় তাদের তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন এসে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

 

চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয়রা কয়েকজনকে মারধর করছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে চারজনকে উদ্ধার করে নিয়ে আছি। তারা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের পক্ষে কাজ করার জন্য অস্ত্রসহ এসেছিলেন। পরে বিষয়টি আমি পুলিশকে অবহিত করি। পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে।

 

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন বলেন, ‘দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর গাড়ি আটকে মারধর করেছে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের লোকজন। সেখান থেকে ঘরে নিয়ে পরে পুরোনো অস্ত্র দিয়ে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জসিম উদ্দিন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক : গোলাম মোহাম্মদ কাদের

» ছয় দিন ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস

» রাজউকের প্লট-ফ্ল্যাট বরাদ্দ নিয়ে নতুন বিধিমালা

» ফিলিস্তিনি প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

» যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হয়েছি : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

» পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় হয়রানি হলে সহায়তা দেবে তথ্য মন্ত্রণালয়

» নকল স্যালাইন উৎপাদনকারী একটি চক্রের ৩ সদস্য গ্রেফতার

» ভোটারবিহীন নির্বাচনে আনন্দ নেই, সৌন্দর্য্য নেই: ইসি রাশেদা

» আমি ব্রেকআপ করলাম: সুহানা খান

» লড়াইয়ের সর্বশেষ প্রস্তুতি নিন, নেতাকর্মীদের রিজভী

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাতকানিয়ায় ভোট শুরুর পৌনে ২ ঘণ্টার মাথায় গুলি-ককটেল বিস্ফোরণ

ভোট শুরুর পৌনে দুই ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ঘটে।

 

এসময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটে। তবে কেউ আহত হয়েছেন কিনা- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

খাগরিয়া ইউনিয়নে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভোট স্থগিত করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি।

 

সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বলেছেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি অটোরিকশা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

 

এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীও রয়েছেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সুজন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, রবিবার রাতে প্রাইভেটকারে বহিরাগত কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এ সময় তাদের তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন এসে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

 

চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয়রা কয়েকজনকে মারধর করছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে চারজনকে উদ্ধার করে নিয়ে আছি। তারা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের পক্ষে কাজ করার জন্য অস্ত্রসহ এসেছিলেন। পরে বিষয়টি আমি পুলিশকে অবহিত করি। পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে।

 

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন বলেন, ‘দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর গাড়ি আটকে মারধর করেছে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের লোকজন। সেখান থেকে ঘরে নিয়ে পরে পুরোনো অস্ত্র দিয়ে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জসিম উদ্দিন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com