ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ধামরাই থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত নবী নূর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া মহল্লার মো. হান্নানের বাড়ি ভাড়া থাকতেন।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মা বাসায় না থাকার সুযোগে ওই শিশুকে নবী নূর ধর্ষণ করে। মেয়ের মা ধামরাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে রাতেই পুলিশ অভিযুক্ত নবী নূরকে আটক করে। মেয়ের বাবা ধর্ষকের ফাঁসি দাবি করেছেন।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ধর্ষক নবী নূরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আর ধর্ষণের শিকার শিশুর মেডিকেল পরীক্ষা করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।’