যে কারণে সিম কার্ডের একপাশ কাটা থাকে

বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।  ইন্টারনেট এখন এতটাই সস্তা হয়ে গেছে যে মানুষ ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে ব্যস্ত থাকে। সেই কারণে মানুষের স্ক্রিন টাইমও বেড়েছে।

 

মোবাইল চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল সিম কার্ড। সিম কার্ড ছাড়া আপনার ফোন শুধু একটি বাক্স। তাই ফোন ব্যবহার করার জন্য সিম কার্ড থাকা বাধ্যতামূলক।

 

এতোদিনে অনেক কোম্পানির সিম কার্ড দেখেছেন। তবে আপনি কী কখনো খেয়াল করেছেন যে কেন সিম কার্ডের একটি কোণ কাটা থাকে! গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জেনে নিন।

প্রাথমিকভাবে যে সিম কার্ডগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর এক পাশ কাটা ছিল না

 

সারা বিশ্বে একই ধরনের সিম কার্ড বিক্রি হয়। বর্তমান সময়ে সারা বিশ্বে অনেক ধরনের টেলিকম কোম্পানি রয়েছে। সেই সব সংস্থা প্রচুর পরিমাণে সিম কার্ড তৈরি করে। প্রাথমিকভাবে যে সিম কার্ডগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর এক পাশ কাটা ছিল না। সেক্ষত্রে আয়তাকার আকৃতি দেওয়া হতো।

এমন পরিস্থিতিতে অনেক সময় সিমের সোজা ও উল্টো অংশ কোনটি, তা বুঝতে মানুষের অসুবিধা হত। কেউ কেউ সিমের সোজা ও উল্টো অংশ চিনতে না পারার কারণে মোবাইল ফোনে তা উল্টো করে লাগিয়ে ফেলতেন। এর পর নেটওয়ার্ক না থাকলে আবার সিম সরাতে অনেক ঝামেলা পোহাতে হত। এমনকি সিমের চিপও মাঝে মাঝে নষ্ট হয়ে যেত।

 

এই সমস্যা সমাধানের জন্য টেলিকম কোম্পানিগুলো সিমের আকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের একপাশ কেটে ফেলে। এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়ে ওঠে। কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয়।   সূত্র: নিউজ ১৮

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডাকসুতে বিজয়ী ও নির্বাচন সংশ্লিষ্টদের জামায়াত আমিরের ধন্যবাদ

» পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে পাঁচজন আটক

» চাইনিজ রাইফেলের গুলি ও চারটি চাইনিজ রাইফেলের চার্জার উদ্ধার ,আটক ২

» আমরা কোথাও মিছিল করব না, সিজদায় শুকরিয়া আদায় করব

» ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ, যা জানালেন প্রসিকিউটর

» ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

» স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নেবেন না: ঢাবি ভিসিকে সারজিস

» ডাকসুতে শিবিরের বিজয় দীর্ঘমেয়াদি পরিশ্রমের ফল কোনো ছেলের হাতের মোয়া নয়: রনি

» খরগোশের ওভার কনফিডেন্সের কারণে কচ্ছপ জিতে গিয়েছিল : ডাকসু নির্বাচন প্রসঙ্গে জয়

» ডাকসু নির্বাচনে ২৮ পদের তেইশটিতেই জয়ী শিবির, একটিও পায়নি ছাত্রদল

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে কারণে সিম কার্ডের একপাশ কাটা থাকে

বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।  ইন্টারনেট এখন এতটাই সস্তা হয়ে গেছে যে মানুষ ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে ব্যস্ত থাকে। সেই কারণে মানুষের স্ক্রিন টাইমও বেড়েছে।

 

মোবাইল চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল সিম কার্ড। সিম কার্ড ছাড়া আপনার ফোন শুধু একটি বাক্স। তাই ফোন ব্যবহার করার জন্য সিম কার্ড থাকা বাধ্যতামূলক।

 

এতোদিনে অনেক কোম্পানির সিম কার্ড দেখেছেন। তবে আপনি কী কখনো খেয়াল করেছেন যে কেন সিম কার্ডের একটি কোণ কাটা থাকে! গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জেনে নিন।

প্রাথমিকভাবে যে সিম কার্ডগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর এক পাশ কাটা ছিল না

 

সারা বিশ্বে একই ধরনের সিম কার্ড বিক্রি হয়। বর্তমান সময়ে সারা বিশ্বে অনেক ধরনের টেলিকম কোম্পানি রয়েছে। সেই সব সংস্থা প্রচুর পরিমাণে সিম কার্ড তৈরি করে। প্রাথমিকভাবে যে সিম কার্ডগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর এক পাশ কাটা ছিল না। সেক্ষত্রে আয়তাকার আকৃতি দেওয়া হতো।

এমন পরিস্থিতিতে অনেক সময় সিমের সোজা ও উল্টো অংশ কোনটি, তা বুঝতে মানুষের অসুবিধা হত। কেউ কেউ সিমের সোজা ও উল্টো অংশ চিনতে না পারার কারণে মোবাইল ফোনে তা উল্টো করে লাগিয়ে ফেলতেন। এর পর নেটওয়ার্ক না থাকলে আবার সিম সরাতে অনেক ঝামেলা পোহাতে হত। এমনকি সিমের চিপও মাঝে মাঝে নষ্ট হয়ে যেত।

 

এই সমস্যা সমাধানের জন্য টেলিকম কোম্পানিগুলো সিমের আকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের একপাশ কেটে ফেলে। এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়ে ওঠে। কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয়।   সূত্র: নিউজ ১৮

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com