সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুন লাগার কারণে অতিরিক্ত বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফ করেছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুন লাগায় ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। এ অবস্থায় এয়ারলাইন্সগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।
এ অবস্থায় ১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটের আরোপযোগ্য চার্জ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।