৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪০৭ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ২ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার রাতে ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কর্তৃক পরিচালিত এক অভিযানে এই বিপুল পরিমাণ মাদকসহ তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণের পরিচালিত এক অভিযানে ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪০৭ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ ও ২ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে গেন্ডারিয়ার ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।