খাবারের মধ্যে মিলল বহুমূল্য মুক্তা, কপাল খুলে গেল যুবকের!

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিনিক্সভিলের বাসিন্দা স্কট পরিবারের সঙ্গে ছুটি কাটাতে রেহোবোথ সমুদ্রসৈকতে গিয়েছিলেন। গিয়ে উঠেছিলেন সৈকতের ধারের একটি রিসর্টে।

 

রিসর্টে বসে পরিবারের সঙ্গে নৈশভোজ সারছিলেন স্কট। খাবারের মধ্যে ছিল সামুদ্রিক ঝিনুকও।

শেষ পাতে মজা করে ঝিনুক খেতে খেতে কটাং করে শক্ত কিছু একটা দাঁতে লাগে স্কটের। রেগে কাঁই হয়ে যান তিনি। রেস্তোরাঁর বেয়ারাকে হাঁক দিতে যাবেন এমন সময় মুখ থেকে ওই শক্ত বস্তু বার করে চোখ কপালে ওঠে স্কটের।

 

স্কট দেখেন, তার মুখ থেকে যে শক্ত বস্তুটি বেরিয়েছে সেটি আকারে গোল এবং চকচকে। রং উজ্জ্বল বেগুনি।

 

স্কট প্রথমে ভেবেছিলেন এই গোল শক্ত বস্তুটি আসলে পুঁতি বা মিছরির টুকরো। তার পরিবারের কেউ কেউ বলেন, ওই বস্তু আসলে জামার বোতাম।

 

আরো কিছু ক্ষণ নেড়েচেড়ে দেখার পর স্কট বুঝতে পারেন, তিনি শেষ যে ঝিনুকটি খেয়েছিলেন তার ভিতর থেকেই ওই গোলাকার বস্তুটি বেরিয়েছে। তিনি দেখেন খুব সুন্দর ভাবে ওই ঝিনুকের ভিতরে ওই বস্তুটি এঁটে যাচ্ছে। বুঝতে পারেন, এই শক্ত গোলাকৃতি চকচকে বস্তু আর কিছু নয়, বেগুনি রঙর একটি মুক্তা।

 

স্কট রেস্তোরাঁ থেকে ওই মুক্তা নিয়ে চলে যান। পরে বাড়ি ফিরে ইন্টারনেট ঘেঁটে মুক্তাটির বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন তিনি।

 

নিজের করা গবেষণার ভিত্তিতে স্কট মনে করেন এই মুক্তার দাম ৬০০ ডলার (প্রায় ৬০ হাজার টাকা) থেকে ১৬০০ ডলার (প্রায় ১ লক্ষ ৬০ হাজার)-এর মধ্যে হওয়া উচিত।

 

এর পর  মুক্তার দাম নিয়ে আরো নিশ্চিত হতে পরিচিত এক মুক্তা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে যান স্কট।

 

এ বার ছিল স্কটের আরো অবাক হওয়ার পালা। মুক্তা নেড়েচেড়ে ওই বিশেষজ্ঞ স্কটকে জানান, এ মুক্তা যে সে মুক্তা না। মুক্তাটি দুর্লভ এবং বহুমূল্য বলেও ওই বিশেষজ্ঞ স্কটকে জানান।

 

ওই বিশেষজ্ঞ স্কটকে আরো জানান, মুক্তাটির আনুমানিক মূল্য ৪০০০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা)।

 

মুক্তার দাম শুনে খুশিতে মন ভরে যায় স্কটের। আনন্দে আত্মহারা হয়ে তিনি বাড়ি ফিরে আসেন।

 

সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় স্কট বলেন, ‘‘আমি ভেবেছিলাম ঘুরতে গিয়ে একটা টি-শার্ট বা একটি কফি মাগ কিনে ফিরে আসব। কিন্তু সে জায়গায় এ রকম মূল্যবান রত্ন নিয়ে ফিরে আসব, তা কখনও ভাবিনি।’’

তবে এই মুক্তা নিয়ে তিনি কী করবেন সেই বিষয়ে স্কট কিছু জানাননি।

সূত্র: টুডে ডটকমআনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানুষের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম প্রণয়নের আহ্বান

» উপজেলা নির্বাচন : ৩ দিনের জন্য বন্ধ হচ্ছে বাইক চলাচল

» তীব্র দাবদাহ মোকাবিলায় দেশব্যপী বাংলালিংক-এর বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ

» শিগগিরই অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি – সংসদীয় কমিটিকে ভূমি মন্ত্রণালয়

» ক্র্যাব (CRAB) থেকে আবারও ব্র্যাক ব্যাংকের ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন

» নারীদের মধ্যে কেন বাড়ছে হৃদরোগের ঝুঁকি

» সোমবার থেকে শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

» বরিশালে বাস চলাচল শুরু

» বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ভোটের অংশ: হানিফ

» চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে যা জানালেন জনপ্রশাসন মন্ত্রী

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাবারের মধ্যে মিলল বহুমূল্য মুক্তা, কপাল খুলে গেল যুবকের!

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিনিক্সভিলের বাসিন্দা স্কট পরিবারের সঙ্গে ছুটি কাটাতে রেহোবোথ সমুদ্রসৈকতে গিয়েছিলেন। গিয়ে উঠেছিলেন সৈকতের ধারের একটি রিসর্টে।

 

রিসর্টে বসে পরিবারের সঙ্গে নৈশভোজ সারছিলেন স্কট। খাবারের মধ্যে ছিল সামুদ্রিক ঝিনুকও।

শেষ পাতে মজা করে ঝিনুক খেতে খেতে কটাং করে শক্ত কিছু একটা দাঁতে লাগে স্কটের। রেগে কাঁই হয়ে যান তিনি। রেস্তোরাঁর বেয়ারাকে হাঁক দিতে যাবেন এমন সময় মুখ থেকে ওই শক্ত বস্তু বার করে চোখ কপালে ওঠে স্কটের।

 

স্কট দেখেন, তার মুখ থেকে যে শক্ত বস্তুটি বেরিয়েছে সেটি আকারে গোল এবং চকচকে। রং উজ্জ্বল বেগুনি।

 

স্কট প্রথমে ভেবেছিলেন এই গোল শক্ত বস্তুটি আসলে পুঁতি বা মিছরির টুকরো। তার পরিবারের কেউ কেউ বলেন, ওই বস্তু আসলে জামার বোতাম।

 

আরো কিছু ক্ষণ নেড়েচেড়ে দেখার পর স্কট বুঝতে পারেন, তিনি শেষ যে ঝিনুকটি খেয়েছিলেন তার ভিতর থেকেই ওই গোলাকার বস্তুটি বেরিয়েছে। তিনি দেখেন খুব সুন্দর ভাবে ওই ঝিনুকের ভিতরে ওই বস্তুটি এঁটে যাচ্ছে। বুঝতে পারেন, এই শক্ত গোলাকৃতি চকচকে বস্তু আর কিছু নয়, বেগুনি রঙর একটি মুক্তা।

 

স্কট রেস্তোরাঁ থেকে ওই মুক্তা নিয়ে চলে যান। পরে বাড়ি ফিরে ইন্টারনেট ঘেঁটে মুক্তাটির বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন তিনি।

 

নিজের করা গবেষণার ভিত্তিতে স্কট মনে করেন এই মুক্তার দাম ৬০০ ডলার (প্রায় ৬০ হাজার টাকা) থেকে ১৬০০ ডলার (প্রায় ১ লক্ষ ৬০ হাজার)-এর মধ্যে হওয়া উচিত।

 

এর পর  মুক্তার দাম নিয়ে আরো নিশ্চিত হতে পরিচিত এক মুক্তা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে যান স্কট।

 

এ বার ছিল স্কটের আরো অবাক হওয়ার পালা। মুক্তা নেড়েচেড়ে ওই বিশেষজ্ঞ স্কটকে জানান, এ মুক্তা যে সে মুক্তা না। মুক্তাটি দুর্লভ এবং বহুমূল্য বলেও ওই বিশেষজ্ঞ স্কটকে জানান।

 

ওই বিশেষজ্ঞ স্কটকে আরো জানান, মুক্তাটির আনুমানিক মূল্য ৪০০০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা)।

 

মুক্তার দাম শুনে খুশিতে মন ভরে যায় স্কটের। আনন্দে আত্মহারা হয়ে তিনি বাড়ি ফিরে আসেন।

 

সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় স্কট বলেন, ‘‘আমি ভেবেছিলাম ঘুরতে গিয়ে একটা টি-শার্ট বা একটি কফি মাগ কিনে ফিরে আসব। কিন্তু সে জায়গায় এ রকম মূল্যবান রত্ন নিয়ে ফিরে আসব, তা কখনও ভাবিনি।’’

তবে এই মুক্তা নিয়ে তিনি কী করবেন সেই বিষয়ে স্কট কিছু জানাননি।

সূত্র: টুডে ডটকমআনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com