ফ্রান্সের আটলান্টিকের উপকূলীয় অঞ্চলে এক লক্ষেরও বেশি মৃত মাছ ভেসে উঠেছে। আর এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির মৎস্য সম্পদ মন্ত্রী। তার আগে পরিবেশকর্মীদের ভিডিও ফুটেজে বিস্তৃত এলাকাজুড়ে মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।
দ্য পেলাজিক ফ্রিজার-ট্রলার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ ধরার ট্রলার মার্জিরিস জানিয়েছে, তাদের মাছ ধরার একটা জাল ছিঁড়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে।
সেখানে বলা হয়, মাছগুলো কড পরিবারের ‘ব্লু হোয়াইটিং’। এই ভেসেলের ধরা মাছগুলো থেকে ওগুলোর হিসাব বাদ দিতে হবে। মার্জিরিসের জালটি ছিঁড়ে যায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে। এটা ‘খুবই বিরল ঘটনা’ বলে উল্লেখ করেছে তারা।
ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট আইন অনুযায়ী, এ ঘটনা ভেসেলের লগবুকে রেকর্ড করা হয়েছে এবং লিথুনিয়ার ভেসেলস ফ্ল্যাগ স্টেটের কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
ফ্রান্সের পরিবেশবাদী গ্রুপ ‘দ্য সি শেফার্ড ফ্রান্স’ গত বৃহস্পতিবার ভেসে থাকা মৃত মাছের ভিডিওটি করে। তারা জানায়, প্রায় তিন হাজার বর্গ মিটার (৩২ হাজার ৩০০ বর্গ ফুট) এলাকাজুড়ে মাছগুলো ভেসে ছিল। সূত্র: বিবিসি