ওরাল ক্যান্সারের সাতকাহন

মুখ গহ্বর ও জিহ্বায় কোষের কোনো অস্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে ওরাল ক্যান্সারের অস্তিত্ব প্রকাশ পায়। ইউরোপ-আমেরিকায় মহিলাদের তুলনায় পুরুষের এ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, প্রায় দ্বিগুণ। অন্যসব দেশে ওরাল ক্যান্সার অন্য ক্যান্সারের তুলনায় মাত্র ২-৩ শতাংশ বেশি হয়। কিন্তু আমাদের দেশে সব ক্যান্সারের মধ্যে ২৫-৩০ শতাংশ হলো মুখের ক্যান্সার। এখানে নারীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

 

কারণ : আমাদের দেশসহ উপমহাদেশের সব ওরাল ক্যান্সারের প্রধান কারণ হলো- সাদাপাতা, জর্দা, গুল ইত্যাদি যাকে এক কথায় ধোঁয়াবিহীন তামাক বলা হয়। এর সঙ্গে বিড়ি-সিগারেট এবং মদ মুখের ক্যান্সারের জন্য দায়ী। হিউম্যান প্যাপিলোমা নামক এক ধরনের ভাইরাস মুখে ক্যান্সারের জন্য দায়ী। খাদ্য তালিকায় ফলমূল, শাক-সবজির পরিমাণ কম থাকাও এই ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ ছাড়া মুখের ভিতর অসুস্থ ও তীক্ষ দাঁতের আঘাতে সৃষ্ট ক্ষত দীর্ঘদিন থাকলে তা থেকেও ক্যান্সার হতে পারে।

 

প্রতিরোধ : পান, জর্দা, সাদাপাতা, গুল, বিড়ি, সিগারেট, মদ ইত্যাদি ত্যাগের মাধ্যমে ৭৫ ভাগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। মুখের সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। প্রতিদিন নিয়ম করে ফলমূল, শাকসবজি খেতে হবে। ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে খুব ভালো একটা ধারণা নেই। বেশির ভাগই জানেন না ক্যান্সার কী, কেন হয়, লক্ষণ কী কী এবং প্রতিকার বা চিকিৎসা কী। 

মুখ  গলার ক্যান্সারের স্থান : মুখ গহ্বর (ওরাল ক্যাভিটি), গলবিল (ফ্যারিংস), কণ্ঠনালি (ল্যারিংস), নাক (ন্যাসাল ক্যাভিটি), নাকের হাড়ের ভিতর বায়ু গহ্বর (প্যারা নাসাল সাইনাস), অন্যান্য লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি।

 

ক্যান্সারের অন্যতম কিছু কারণ : ধূমপান, অ্যালকোহল সেবন, সাদাপাতা চিবানো,

 

অতিবেগুনি রশ্মি এবং পেশাগত ঝুঁকি, কিছু কিছু ভাইরাস, যেমন : হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ইপ্সটেইনবার ভাইরাস, অপুষ্টি এবং ভিটামিনের অভাব, গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, মুখের ভিতরে সাদা দাগ বা লিউকোপ্লাকিয়া।

 

বাড়িতে বসে সহজেই করণীয় : আপনি কি ধূমপান করেন? আপনার কি ঢোক গিলতে বা কোনো কিছু চিবাতে অসুবিধা হয়? আপনার কি এমন বদভ্যাস আছে, যাতে আপনার ঠোঁট কেটে যায়? আপনি কি নকল দাঁত ব্যবহার করেন, যা পুরনো বা ঠিকমতো বসেনি? আপনার মুখের যে কোনো জায়গায় কখনো কোনো ফোলা বা পিণ্ড লক্ষ্য করেছেন? আপনি কি আপনার মুখের ভিতরে কোনো সাদা, লাল বা গাঢ় ক্ষত লক্ষ্য করেছেন? এসব প্রশ্নের উত্তরের ওপর অনেক কিছুই অনুমান করা যায়। তাই সচেতন হোন।

 

অধ্যাপক ডামনিলাল আইচ লিটু, বিভাগীয় প্রধান, ইএনটি, সিলেট এমএজি মেডিকেল কলেজ, সিলেট।

সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাহরাইনের বিপক্ষে গোল প্রয়াত ভাইকে উৎসর্গ করে যা বললেন ঋতুপর্ণা

» শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

» চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা

» ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে ১৮ জুলাই

» ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

» বিটিভির পর্দায় মাসজুড়ে ‘৩৬ জুলাই

» সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী

» জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

» সিনেটে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে ভোট শুরু

» সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল?

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওরাল ক্যান্সারের সাতকাহন

মুখ গহ্বর ও জিহ্বায় কোষের কোনো অস্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে ওরাল ক্যান্সারের অস্তিত্ব প্রকাশ পায়। ইউরোপ-আমেরিকায় মহিলাদের তুলনায় পুরুষের এ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, প্রায় দ্বিগুণ। অন্যসব দেশে ওরাল ক্যান্সার অন্য ক্যান্সারের তুলনায় মাত্র ২-৩ শতাংশ বেশি হয়। কিন্তু আমাদের দেশে সব ক্যান্সারের মধ্যে ২৫-৩০ শতাংশ হলো মুখের ক্যান্সার। এখানে নারীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

 

কারণ : আমাদের দেশসহ উপমহাদেশের সব ওরাল ক্যান্সারের প্রধান কারণ হলো- সাদাপাতা, জর্দা, গুল ইত্যাদি যাকে এক কথায় ধোঁয়াবিহীন তামাক বলা হয়। এর সঙ্গে বিড়ি-সিগারেট এবং মদ মুখের ক্যান্সারের জন্য দায়ী। হিউম্যান প্যাপিলোমা নামক এক ধরনের ভাইরাস মুখে ক্যান্সারের জন্য দায়ী। খাদ্য তালিকায় ফলমূল, শাক-সবজির পরিমাণ কম থাকাও এই ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ ছাড়া মুখের ভিতর অসুস্থ ও তীক্ষ দাঁতের আঘাতে সৃষ্ট ক্ষত দীর্ঘদিন থাকলে তা থেকেও ক্যান্সার হতে পারে।

 

প্রতিরোধ : পান, জর্দা, সাদাপাতা, গুল, বিড়ি, সিগারেট, মদ ইত্যাদি ত্যাগের মাধ্যমে ৭৫ ভাগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। মুখের সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। প্রতিদিন নিয়ম করে ফলমূল, শাকসবজি খেতে হবে। ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে খুব ভালো একটা ধারণা নেই। বেশির ভাগই জানেন না ক্যান্সার কী, কেন হয়, লক্ষণ কী কী এবং প্রতিকার বা চিকিৎসা কী। 

মুখ  গলার ক্যান্সারের স্থান : মুখ গহ্বর (ওরাল ক্যাভিটি), গলবিল (ফ্যারিংস), কণ্ঠনালি (ল্যারিংস), নাক (ন্যাসাল ক্যাভিটি), নাকের হাড়ের ভিতর বায়ু গহ্বর (প্যারা নাসাল সাইনাস), অন্যান্য লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি।

 

ক্যান্সারের অন্যতম কিছু কারণ : ধূমপান, অ্যালকোহল সেবন, সাদাপাতা চিবানো,

 

অতিবেগুনি রশ্মি এবং পেশাগত ঝুঁকি, কিছু কিছু ভাইরাস, যেমন : হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ইপ্সটেইনবার ভাইরাস, অপুষ্টি এবং ভিটামিনের অভাব, গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, মুখের ভিতরে সাদা দাগ বা লিউকোপ্লাকিয়া।

 

বাড়িতে বসে সহজেই করণীয় : আপনি কি ধূমপান করেন? আপনার কি ঢোক গিলতে বা কোনো কিছু চিবাতে অসুবিধা হয়? আপনার কি এমন বদভ্যাস আছে, যাতে আপনার ঠোঁট কেটে যায়? আপনি কি নকল দাঁত ব্যবহার করেন, যা পুরনো বা ঠিকমতো বসেনি? আপনার মুখের যে কোনো জায়গায় কখনো কোনো ফোলা বা পিণ্ড লক্ষ্য করেছেন? আপনি কি আপনার মুখের ভিতরে কোনো সাদা, লাল বা গাঢ় ক্ষত লক্ষ্য করেছেন? এসব প্রশ্নের উত্তরের ওপর অনেক কিছুই অনুমান করা যায়। তাই সচেতন হোন।

 

অধ্যাপক ডামনিলাল আইচ লিটু, বিভাগীয় প্রধান, ইএনটি, সিলেট এমএজি মেডিকেল কলেজ, সিলেট।

সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com