করোনার পঞ্চম ঢেউয়ে দেশ!

করোনার চতুর্থ ঢেউ সামলে ওঠার মাস পার না হতেই দেশে লেগেছে পঞ্চম ঢেউয়ের ধাক্কা। নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ শতাংশের ওপরে রয়েছে টানা ২১ দিন। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২.৭৩ শতাংশ, যাকে সংক্রমণের উচ্চমাত্রা বলা হয়। শনাক্তের এই হার ছিল ৬৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ৫৪ দিন পর ফের এক দিনে পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৭ জুলাইয়ের পর এক দিনে এত মৃত্যু কখনো হয়নি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অবস্থায় শনাক্তের হার পরপর দুই সপ্তাহ ৫ শতাংশের বেশি হলে পরবর্তী ঢেউ ছড়িয়েছে বলে ধরা হবে। সেই হিসেবে এক সপ্তাহ আগেই শুরু হয়েছে পঞ্চম ঢেউ। স্বাস্থ্য অধিদফতরের    তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় ৬১৪ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ছয় শতাধিক রোগী শনাক্ত হলো দেশে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২.৭৩ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি (১৩.৭০ শতাংশ) শনাক্ত হারের খবর এসেছিল গত ১৬ জুলাই। এ ছাড়া গত ৩১ আগস্ট থেকে টানা ২১ দিন শনাক্তের হার ৫ শতাংশের ওপরে রয়েছে।

 

গত জুনের মাঝামাঝি দেশে শুরু হয় করোনার চতুর্থ ঢেউ। জুলাইয়ের আগেই শনাক্তের হার ছাড়িয়ে যায় ১৫ শতাংশ। এক মাস তাণ্ডবের পর মধ্য জুলাই থেকে সংক্রমণ কমতে শুরু করে। তবে শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামে ১১ আগস্ট। ২২ আগস্ট শনাক্তের হার নেমে আসে ৩.১৫ শতাংশে। পরদিন থেকে ফের বাড়তে শুরু করে। ২৫ আগস্ট ৪ শতাংশ ও ৩১ আগস্ট ৫ শতাংশ ছাড়িয়ে যায়। মাত্র ২০ দিন ছিল ৫ শতাংশের নিচে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি ৫ শতাংশের নিচে থাকলে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। অর্থাৎ, চতুর্থ ঢেউ নিয়ন্ত্রণে আসার এক মাসের মধ্যেই শুরু হলো পঞ্চম ঢেউ।

 

গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। বয়সে পঞ্চাশোর্ধ্ব। এর মধ্যে ঢাকায় দুজন এবং ময়মনসিংহ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলায় একজন করে মারা গেছেন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৯ হাজার ৩৪৫ জন। সুস্থ হয়ে উঠেছে ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন  ।    সূএ: বাংলাদেশ  প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানুষের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম প্রণয়নের আহ্বান

» উপজেলা নির্বাচন : ৩ দিনের জন্য বন্ধ হচ্ছে বাইক চলাচল

» তীব্র দাবদাহ মোকাবিলায় দেশব্যপী বাংলালিংক-এর বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ

» শিগগিরই অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি – সংসদীয় কমিটিকে ভূমি মন্ত্রণালয়

» ক্র্যাব (CRAB) থেকে আবারও ব্র্যাক ব্যাংকের ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন

» নারীদের মধ্যে কেন বাড়ছে হৃদরোগের ঝুঁকি

» সোমবার থেকে শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

» বরিশালে বাস চলাচল শুরু

» বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ভোটের অংশ: হানিফ

» চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে যা জানালেন জনপ্রশাসন মন্ত্রী

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

করোনার পঞ্চম ঢেউয়ে দেশ!

করোনার চতুর্থ ঢেউ সামলে ওঠার মাস পার না হতেই দেশে লেগেছে পঞ্চম ঢেউয়ের ধাক্কা। নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ শতাংশের ওপরে রয়েছে টানা ২১ দিন। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২.৭৩ শতাংশ, যাকে সংক্রমণের উচ্চমাত্রা বলা হয়। শনাক্তের এই হার ছিল ৬৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ৫৪ দিন পর ফের এক দিনে পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৭ জুলাইয়ের পর এক দিনে এত মৃত্যু কখনো হয়নি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অবস্থায় শনাক্তের হার পরপর দুই সপ্তাহ ৫ শতাংশের বেশি হলে পরবর্তী ঢেউ ছড়িয়েছে বলে ধরা হবে। সেই হিসেবে এক সপ্তাহ আগেই শুরু হয়েছে পঞ্চম ঢেউ। স্বাস্থ্য অধিদফতরের    তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় ৬১৪ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ছয় শতাধিক রোগী শনাক্ত হলো দেশে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২.৭৩ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি (১৩.৭০ শতাংশ) শনাক্ত হারের খবর এসেছিল গত ১৬ জুলাই। এ ছাড়া গত ৩১ আগস্ট থেকে টানা ২১ দিন শনাক্তের হার ৫ শতাংশের ওপরে রয়েছে।

 

গত জুনের মাঝামাঝি দেশে শুরু হয় করোনার চতুর্থ ঢেউ। জুলাইয়ের আগেই শনাক্তের হার ছাড়িয়ে যায় ১৫ শতাংশ। এক মাস তাণ্ডবের পর মধ্য জুলাই থেকে সংক্রমণ কমতে শুরু করে। তবে শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামে ১১ আগস্ট। ২২ আগস্ট শনাক্তের হার নেমে আসে ৩.১৫ শতাংশে। পরদিন থেকে ফের বাড়তে শুরু করে। ২৫ আগস্ট ৪ শতাংশ ও ৩১ আগস্ট ৫ শতাংশ ছাড়িয়ে যায়। মাত্র ২০ দিন ছিল ৫ শতাংশের নিচে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি ৫ শতাংশের নিচে থাকলে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। অর্থাৎ, চতুর্থ ঢেউ নিয়ন্ত্রণে আসার এক মাসের মধ্যেই শুরু হলো পঞ্চম ঢেউ।

 

গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। বয়সে পঞ্চাশোর্ধ্ব। এর মধ্যে ঢাকায় দুজন এবং ময়মনসিংহ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলায় একজন করে মারা গেছেন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৯ হাজার ৩৪৫ জন। সুস্থ হয়ে উঠেছে ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন  ।    সূএ: বাংলাদেশ  প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com