আত্মনিমগ্নতার সকল রূপই আমাদের আবেগ ও সহমর্মিতার অনুভূতিকেও হত্যা করে থাকে। আমরা যখন কেবলমাত্র নিজেদেরকে নিয়ে নিবদ্ধ থাকি, তখন আমাদের পৃথিবী ছোট হতে থাকে, তবে এর সমান্তরালে সমস্যা ও জরুরি কাজগুলোও বাড়তে থাকে। অন্যদিকে আমরা যখন অন্যদের প্রতি নিজেদেরকে নিবদ্ধ করি, তখন পৃথিবী প্রসারিত হতে থাকে, সমস্যাগুলো মনের পরিধির দিকে চলে যায় এবং সেগুলোকে খুবই ছোট বলে মনে হয়। ফলে অন্তর্গতভাবে অন্যদের সাথে যোগাযোগ বা তাদের প্রতি সহমর্মি হবার সামর্থ বেড়ে যায় আমাদের। সূএ: ডেইলি বাংলাদেশ