ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জহিরুল ইসলাম ওরফে মিঠু নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭টার দিকে গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকায় জহিরুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। মৃত জহিরুল ইসলাম একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর জহিরুল পৌর শহরের পাট বাজার এলাকায় নিজেদের দোকান সোমা ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাহত জহিরুলকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।